ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫
KalerSomoy

এবার কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি আনাস

Publish : 04:58 AM, 21 November 2024.
এবার কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি আনাস

এবার কুয়েতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি আনাস

ইসলামিক ডেস্ক :

কুয়েতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ।তার বয়স ১২ বছর।

হাফেজ আনাস ছোটদের হিফজুল কোরআন প্রতিযোগিতা বিভাগ ‘সিগারুল হুফফাজ’ (৮-১২ বছর) থেকে প্রথম স্থান লাভ করেছে। হাফেজ আনাস মাহফুজের মামা মুফতি মামুন আবদুল্লাহ কাসেমী তার পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজক কুয়েতের ধর্ম মন্ত্রণালয়। এ বছর দেশটি ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে দেশটি।  কুয়েতের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত প্রতিযোগিতাটি চলতি মাসের ১৪ তারিখ শুরু হয় এবং ১৯ নভেম্বর শেষ হয়।

প্রতিযোগিতায় বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীরা অংশ নেয়। বাংলাদেশি প্রতিযোগীরা প্রতিযোগিতার তিন বিভাগে অংশ নেয়। হাফেজ আনাস ছাড়াও হাফেজ সালেহ আহমদ তাকরিমও এবারের কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সে ‘কিবারুল হুফফাজ’ (অনুর্ধ্ব ১৯) বিভাগে অংশ নেয়। এছাড়াও প্রতিযোগিতার বাংলাদেশি কারি আবু জর গিফারি কেরাত বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে।

হাফেজ আনাস মাহফুজ ঢাকার মারকাজুল ফয়জুল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী। এই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষার্থী আগেও একাধিক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে। তাদের মধ্যে হাফেজ মুয়াজ মাহমুদ ও সালেহ আহমেদ তাকরিম।

হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের উলপুর গ্রামে। তার বাবা মাওলানা মাহফুজ মুত্তালিব কাতারপ্রবাসী।

তিনি কাতারের সরকারি ইমাম। দুই ভাই ও এক বোনের মধ্যে আনাস সবার বড়। আনাসের মা শাহনাজ পারভীন নিজেও একজন হাফেজা ও মাদরাসার শিক্ষিকা। মূলত মায়ের কাছেই তার হিফজ শুরু হয়। এরপর ফরিদপুর, মাদারীপুর ও নেত্রকোনা একাধিক মাদরাসায় লেখাপড়া করে। বর্তমানে মারকাজুল ফয়জুল কোরআন, মিরপুরে অধ্যয়নরত আছে।

হাফেজ আনাস মাহফুজ একটি আলেম পরিবারের সন্তান। তার দাদা মাওলানা আবদুল মুত্তালিব (রহ.) একজন বিশিষ্ট বুজুর্গ এবং নানা মাওলানা ইয়াকুব একজন খ্যাতিমান আলেম। আনাসের বোনও একজন হাফেজা। হাফেজ আনাস মাহফুজ পিএইচপি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩-এ তৃতীয় স্থান অধিকার করেছিল।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি শিরোনাম গরমে তালশাঁস খাওয়ার উপকারিতা জেনে নিন শিরোনাম বুধবার থেকে শিল্প খাত পাবে বাড়তি ১৫ কোটি ঘনফুট গ্যাস