রিমনের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়
বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নৌবাহিনীর গোয়েন্দা তৎপরতা ও গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম মো. রিমন মোল্লা (১৯)। নৌবাহিনী জানায়, রিমন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী।
অভিযান চলাকালে রিমনের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে জব্দ করা আলামতসহ তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের টহল ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news