ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫
KalerSomoy

বরগুনায় পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষ: একই পরিবারের ৩ জন গুরুতর আহত, ভাংচুর–লুটপাটের অভিযোগ

Publish : 07:37 AM, 05 December 2025.
বরগুনায় পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষ: একই পরিবারের ৩ জন গুরুতর আহত, ভাংচুর–লুটপাটের অভিযোগ

একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন।

বরগুনা প্রতিনিধি :

বরগুনার পালের বালিয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পৈত্রিক সম্পত্তির ভাগাভাগি নিয়ে দুই দফা হামলা ও মারধরে একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)  সন্ধ্যায় ও রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—আলমগীর, তার ছেলে রফিক রাকিব (২০) এবং স্ত্রী নাজমা (৪০)।

ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় ২৩ বছর ধরে পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বসবাস করে আসছেন আলমগীর। হঠাৎ তার ভাইয়ের ছেলে প্রবাস থেকে দেশে ফিরে জমি ভাগবাটোয়ারার নামে বিরোধ তৈরি করেন। অভিযোগ মতে, তার পক্ষের কয়েকজন—বেল্লাল (৩৫), শুক্কুর (৩২), হিমু, জুলহাস, সেন্টু, খাদিজা, চন্দ্রভানু ও শাহিনুর—মিলে সন্ধ্যা ৬টার দিকে ও পরে রাত ৭টার দিকে আলমগীরের ছেলে রফিক ও স্ত্রী নাজমাকে বেধড়ক মারধর করেন এবং বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করেন।

আলমগীর জানান, হামলাকারীরা ঘরে থাকা ট্রাংক ভেঙে তরমুজ চাষের জন্য গরু বিক্রির তিন লাখ ১০ হাজার টাকা নিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করলে বাবুগঞ্জ ফাঁড়ির পুলিশ এসে আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি কাজ শেষ করে চিকিৎসকের ব্যবস্থাপত্র সংগ্রহের পর রাত সাড়ে ১১টার দিকে তিনি পৌর শহরের ফার্মেসী পট্টিতে ওষুধ আনতে যান। পথিমধ্যে মাছবাজার ব্রিজ এলাকায় দুটি মোটরসাইকেলে আসা চার-পাঁচজন লোক তার অটোরিকশা থামিয়ে তাকে আবারও মারধর করে।

অভিযুক্ত পক্ষের সদস্য আলমগীরের বোনের ছেলে জুলহাস বলেন, “মারধর হয়নি, হাতাহাতি হয়েছে।” তবে ভাংচুর, টাকা লুট ও আলমগীরকে রাতের দিকে আটকানোর অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, সংঘর্ষে তাদের পক্ষেরও তিনজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি শিরোনাম গরমে তালশাঁস খাওয়ার উপকারিতা জেনে নিন শিরোনাম বুধবার থেকে শিল্প খাত পাবে বাড়তি ১৫ কোটি ঘনফুট গ্যাস