ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫
KalerSomoy

গুড নেইবারস বাংলাদেশের আয়োজনে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত

Publish : 04:57 AM, 01 December 2025.
গুড নেইবারস বাংলাদেশের আয়োজনে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত

শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান

আবুল হাসান(বরগুনা জেলা) প্রতিনিধি :

শিশু অধিকার জানি, অন্যকে জানাই,এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামনে রেখে বরগুনার তালতলীতে গুড নেইবারস বাংলাদেশ সিডিপি তালতলী শাখার আয়োজনে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। এ সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশুর পাশে দাঁড়ায় গুড নেইবারস বাংলাদেশ। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় আলির বন্দর মোহাম্মদ মেনাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সামাজিক অনুষ্ঠানের আয়োজনে বিশেষ প্রচারণা ও মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির ম্যানেজার নাইমুর রহমান শোভন এর সভাপতিত্বে সংস্থার স্বাস্থ্য কর্মকর্তা সুমন মল্লিক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল বাশার, মাধ্যমিক শিক্ষা অফিসার টিপু সুলতান, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আল-আমিন, মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক আজিজুল হক শিকদার, কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলুল হক বাচ্চু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন, মোঃ আলমগীর হোসেন, স্থানীয় সাংবাদিক এবং গুড নেইবারস বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয়ের প্রতিনিধি।

তালতলী সিডিপির ম্যানেজার নাইমুর রহমান শোভন বলেন, শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। আহত শিশুটি সড়ক দুর্ঘটনায় মুখমণ্ডলে গুরুতর আঘাত পেয়েছিল। তার মুখমণ্ডলে মাল্টিপল লেসারেশন এবং এক্সপোজড ফেসিয়াল বোন রয়েছে। গুড নেইবারস বাংলাদেশ তার প্লাস্টিক সার্জারির ব্যয় বহন করবে। আশা করি, এটি শিশুটির জীবনমান ও ভবিষ্যৎ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন, ডিজে মারুফ ও বরিশাল থেকে আগত শিল্পীরা উপস্থিত ছিলেন।

প্রচারণার সময় স্থানীয় তরুণ-তরুণীরা লিফলেট বিতরণ, সচেতনতামূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে কমিউনিটিতে শিশু অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিশুশ্রমের নেতিবাচক প্রভাব বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। এতে প্রায় ২০০ জন স্থানীয় নাগরিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ ১৯৯৬ সাল থেকে দেশের শিশু অধিকার সুরক্ষা, শিশু উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং যুব উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে ১৩ জেলায় ১৭টি প্রকল্পের মাধ্যমে সংস্থাটি কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি শিরোনাম গরমে তালশাঁস খাওয়ার উপকারিতা জেনে নিন শিরোনাম বুধবার থেকে শিল্প খাত পাবে বাড়তি ১৫ কোটি ঘনফুট গ্যাস