বাংলার আলোর টুয়েন্টি ফোর ডট কমের নির্বাহী সম্পাদক সহদেব চন্দ্র দাস
নব গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার আলোর টুয়েন্টি ফোর ডট কমের নির্বাহী সম্পাদক সহদেব চন্দ্র দাস।
তিনি বলেন, আশা করছি তাঁরা জাতির জন্য ভাল ও কল্যাণকর অনেক কিছুই উপহার দিতে পারবে।
তবে তিনি প্রখ্যাত ইসলামি বক্তা মামুনুল হকের হুংকার দেখে শঙ্কা প্রকাশ করে বলেন, মনে ভয় জাগে তাঁরা নব গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে পর্যাপ্ত সময় দিবে তো ?
তিনি আরও বলেন, মামুনুল হক গংরা যখন কারাগারের অন্ধ প্রকোষ্ঠে চরম অমানুষিক নির্যাতনের শিকার হয়ে পচে গলে মরে তখন তাঁদের মুখে বুলি ফুটে না, যেই মাত্রই তাঁদের পৃথিবীর আলো দেখার সুযোগ করে দেয়া হয়, তখনই তাঁরা আর কালবিলম্ব না করে হুংকার, গর্জন, শোডাউন ও সভা সমাবেশ শুরু করে। অথচ তাঁরা ভুলে যায় গত বছরের ২৮শে অক্টোবরের মত দিনে তাঁদের ২৮ মিনিটও দাঁড়ানোর যোগ্যতা ছিল না !
তিনি বলেন, রাজনীতির মূলমন্ত্রই যদি হয় দেশ তথা মানবকল্যাণে নিজের আত্মাহুতি দেয়া, তবে তাঁদের আত্মত্যাগ বা সেক্রিফাইস মনোভাব কোথায় ??? তাঁরা কি আসলেই দেশ ও দশের কল্যাণ চায়, নাকি নিজেদের ভোগ দখলের চিন্তায় মত্ত ?? যা ছাত্র-জনতা করে দেখাল তাঁদের আত্মবলি দানের মাধ্যমে !
তিনি আরও বলেন, কোন ব্যক্তি, রাজনৈতিক দল এমনকি আন্দোলনকারী ছাত্ররা ও যদি মনে করে ড. মুহাম্মদ ইউনুস কারো দয়ায় আজ প্রধান উপদেষ্টার পদে আসীন, তবে তাঁরা চরম ভুল করবে । বরং আমাদের এটা মনে রাখতে হবে সারা বিশ্বে উনার গ্রহণযোগ্যতাকে কাজে লাগানোর ফলে, দুনিয়ার মানুষের নজর ও আগ্রহ বাংলাদেশের প্রতি ছিল বলেই সেনাবাহিনী দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিষ্ক্রিয় ছিল এবং বিশ্ব গণমাধ্যমগুলোও সক্রিয় ছিল বলেই আজকের এই অর্জন।
তিনি বলেন, মনে রাখুন ইউনুস স্যার গত কয়েকদিন ধারে বিশ্ব গণমাধ্যমগুলোতে যে কয়টি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি একেবারেই দ্বিধাহীন ও অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন, “আমার উদ্দেশ্য হল গণতন্ত্র প্রতিষ্ঠা করা”। উনার সাক্ষাৎকারগুলোর সারমর্ম হল, প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় (১৪/১৮/২৪ এর নির্বাচনের মত নয়) দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ ভোট দিয়ে ডান, বাম, ইসলামি, আস্তিক, নাস্তিক যে দলকেই নির্বাচন করুক না কেন সেই দলই ক্ষমতাই আসুক। এতে দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের মতামতের প্রতিফলন ঘটবে।
তাই তিনি বলেন, ইসলামি দলগুলোর উচিত হুংকার ও কট্টর পন্থা পরিহার করে মার্জিত ভাষায় প্রকৃত ইসলামের দাওয়াত দিয়ে দেশের মানুষকে তাঁদের পক্ষে থাকার আহ্বান জানানো। আর ডান/বামদের উচিত দুর্নীতি, হানাহানি ও ধ্বংসাত্মক কাজ পরিহার করে দেশের মানুষকে তাঁদের পক্ষে টানার জন্য কাজ করা। তবেই দিন শেষে দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ তাঁদের ভোট দিয়ে নির্বাচিত করবে এবং এতেই ক্ষমতার স্বাদ নিতে পারবে।
পরিশেষে তিনি বলেন, ক্ষমতা আকাঙ্ক্ষী সবারই এটা মনে রাখা দরকার দেশের আপামর জনসাধারণ চায় স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার নিয়ে, চারটা ডাল-ভাত খেয়ে, স্ব স্ব ধর্মীয় আচরণ স্বাধীনভাবে পালন করে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে। ক্ষমতা আকাঙ্ক্ষীদের সেই দিকেই নজর দেয়া উচিত এবং এই ব্যাপারে উনি আশাবাদী হয়ে বলেন আমাদের রাজনীতিবিদদের বোধ উদয় হলে সত্যিই খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ খুঁজে পাব !
সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news