ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫
KalerSomoy

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা মারা গেছেন

Publish : 01:04 AM, 22 February 2025.
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা মারা গেছেন

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক :

সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহীর তরুণ সাংবাদিক মাসুমা ইসলাম মারা গেছেন। এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমা মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়ণপুরে।

গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় শ্বশুরবাড়ি স্বামীসহ বেড়াতে যাচ্ছিলেন মাসুমা। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূরজাহান হোটেলের উল্টো দিকে বাস থেকে নেমে সিএনজি ঠিক করার সময় দ্রুতগামী একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে সিএনজিচালক, মাসুমা আক্তার ও তার স্বামী আহত হন। এরপর সেখান থেকে প্রথমে মাসুমাকে কুমিল্লা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ রাজধানীর বাবর রোডে মারকাজুল ইসলামে নিয়ে যাওয়া হবে। সেখানে গোসল শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

তার সহকর্মী এখন টিভির রাজশাহী ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাজিব জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার পর টানা চারদিন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন মাসুমা। মঙ্গলবার ভোরে তরুণ সাংবাদিক মাসুমার মৃত্যু হয়। 

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার জানাজার নামাজ বাদ আসর গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরে অনুষ্ঠিত হবে।

এদিকে মাসুমার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাজশাহীতে কর্মরত সাংবাদিকরা। তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি শিরোনাম গরমে তালশাঁস খাওয়ার উপকারিতা জেনে নিন শিরোনাম বুধবার থেকে শিল্প খাত পাবে বাড়তি ১৫ কোটি ঘনফুট গ্যাস