ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫
KalerSomoy

সিঙ্গাপুরে বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসব উদযাপন

Publish : 12:23 AM, 02 May 2024.
সিঙ্গাপুরে বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসব উদযাপন

সিঙ্গাপুরে বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৈশাখী উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

সিঙ্গাপুরে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (বিআইএমটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শনিবার (২৭ এপ্রিল) সিঙ্গাপুরের ল্যাব্রাডর পার্কের বারলিয়ারশেডে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০০৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সাবেক ছাত্রদের নিয়ে গঠিত হয় এ সংগঠন, যা সিঙ্গাপুরে বসবাসরত বাঙালি কমিউনিটির মধ্যে সুসম্পর্ক স্থাপন এবং বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে বিদেশের মাটিতে তুলে ধরতে কাজ করছে।

বিআইএমটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩১ উদযাপন অনুষ্ঠানে চার শতাধিক অতিথির আগমন ঘটে। বাংলাদেশের খ্যাতিমান অতিথিদের উপস্থিতিও ছিল বেশ চোখে পড়ার মতো। বিপুল উপস্থিতি বর্ষবরণ উৎসবকে করে তোলে প্রাণবন্ত এবং উৎসবমুখর।

বর্ষবরণ উৎসব সাজানো হয়েছিল বৈশাখের গান, নৃত্য, লাকি ড্র, অডিয়েন্স অ্যাঙ্গেজিং গেমসহ নানা আয়োজনের দিয়ে। আগত অতিথিদের জন্য ঘরোয়া রেস্তোরাঁ থেকে দুপুরের খাবারের জন্য পদ্মার ভাজা ইলিশের সঙ্গে পান্তা ভাত, বাহারি রকমের ভর্তার আয়োজন করা হয়। বিকেলে জলখাবারের জন্য ছিল সিঙ্গারা, সমুচা, ভেজিটেবল রোল, নাগেট ও মসলা চা। রাতের খাবারের পর্ব সাজানো হয়েছিল খাসির রেজালা, পোলাও রোস্ট ও সবজি দিয়ে।

সংগঠনের সভাপতি আসাদুজ্জামান তার বক্তব্যে সামাজিক সংহতির ওপর গুরুত্বারোপ করেন। ঐক্য ও সম্প্রীতির আহ্বান জানিয়ে তিনি সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশি সম্প্রদায় তৈরির ওপর জোর দেন।

সংগঠনের সাধারণ সম্পাদক ডালিমুজ্জামান সবাইকে শুভেচ্ছা জানান এবং পুরোনো বছরের সব গ্লানি ভুলে সবাইকে নতুন করে শুরু করার আহ্বান জানান।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি শিরোনাম গরমে তালশাঁস খাওয়ার উপকারিতা জেনে নিন শিরোনাম বুধবার থেকে শিল্প খাত পাবে বাড়তি ১৫ কোটি ঘনফুট গ্যাস