খিলগাঁও গার্লস স্কুলে ভোট দিলেন সাবের চৌধুরী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী খিলগাঁও গার্লস স্কুলে ভোট দিয়েছেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ভোট দিয়েছেন তিনি।ভোট দিয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, ‘এই কেন্দ্রে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে। যারা ভোট দিতে আসবেন তারা সুষ্ঠুভাবেই এখানে ভোট প্রদান করতে পারবেন।’
জয়ের বিষয় তিনি বলেন, ‘জয় পরাজয় নিয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না। ফলাফলের উপর নির্ভর করবে জয় পরাজয়। তবে আমরা আশাবাদী। কারণ গত পাঁচ বছরে আমরা যেসব কাজ করেছি মানুষ তার মূল্যায়ন করবে।’
আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘এ আসনের যিনি নির্বাচিত হবেন তিনি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে আশা রাখি।’
সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news