ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫
KalerSomoy

কেন দেশে ফিরছেন না তারেক রহমান, যা বললেন দুদু

Publish : 02:35 AM, 09 April 2025.
কেন দেশে ফিরছেন না তারেক রহমান, যা বললেন দুদু

কেন দেশে ফিরছেন না তারেক রহমান, যা বললেন দুদু

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন এখনো দেশে ফিরছেন না এমন প্রশ্নের জবাবে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির এই মুহূর্তে তারেক রহমান সর্বোচ্চ নেতা। তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে। সব সিদ্ধান্ত সবার সঙ্গে আলোচনা করে নাও নিতে পারেন তিনি সেটিও হতে পারে। দেশের পরিস্থিতি সবকিছু তিনি (তারেক রহমান) পর্যবেক্ষণ করছেন। ইতোমধ্যে তিনি দেশের সর্বক্ষেত্রে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।

এখন প্রশ্ন হতে পারে, এরপরও কেন তিনি (তারেক রহমান) দেশে আসছেন না? একটু অপেক্ষা করি না। কিছু সিদ্ধান্ত তার (তারেক রহমান) ওপর ছেড়ে দেই। আমি মনে করি অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান।

গত ১৮ ফেব্রুয়ারি ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের উপস্থাপনায় টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন শামসুজ্জামান দুদু। এছাড়াও ওই অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল।

সেখানে সমন্বয়কদের রাজনৈতিক উদ্যোগ, অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনা, বিএনপির কর্মকাণ্ড, আওয়ামী লীগের পরিণতি এমন নানা বিষয় নিয়ে কথা বলেন আলোচকরা।

জুলাই আন্দোলনের সমন্বয়ক ছিলেন যারা, তাদের উদ্যোগে রাজনৈতিক দল গঠিত হয়েছে। বিদেশি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়টিতে সমর্থন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিরপেক্ষ একটি সরকারের প্রধান হয়েও কেন তিনি শিক্ষার্থীদের দল গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন- এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বললেন, এর আগে শিক্ষার্থীদের কাছ থেকে সবাই আন্দোলন চেয়েছে, বিপ্লব চেয়েছে, মুক্তিযুদ্ধ চেয়েছে। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে কেউ দল চায়নি। ড. ইউনূসের আগে এভাবে কেউ শিক্ষার্থীদের কাছে কেউ দল চায়নি। তাই বিষয়টি নিয়ে ‘বিতর্ক’ তৈরি হয়েছে, বলছেন বিএনপির এই নেতা।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ, নতুন সংবিধান প্রণয়ন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এসব দাবি রয়েছে। কিন্তু বিএনপি রাজি না থাকায় অন্তর্বর্তী সরকার এগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। ফলে বিশ্লেষকরা বলছেন, বিএনপির সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত আওয়ামী লীগের জন্য সুবিধাজনক হয়েছে। এ বিষয়টি মানতে রাজি নন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।

তিনি বলছেন, আগে যাই করে থাকুক, গত ১৫ বছর আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। আর বিএনপির অবস্থান ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি নিবেদিত ছিল। ফ্যাসিবাদ ও গণতন্ত্রের মধ্যে যেমন পার্থক্য দল দুটির মধ্যেও তেমন পার্থক্য রয়েছে- মনে করেন দুদু।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি শিরোনাম গরমে তালশাঁস খাওয়ার উপকারিতা জেনে নিন শিরোনাম বুধবার থেকে শিল্প খাত পাবে বাড়তি ১৫ কোটি ঘনফুট গ্যাস