ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫
KalerSomoy

বদলে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার

Publish : 08:55 AM, 26 November 2024.
বদলে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার

বদলে যাচ্ছে ফেসবুক মেসেঞ্জার

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর। মেসেঞ্জারে নতুন নতুন ফিচারের মাধ্যমে অনেক পরিবর্তন নিয়ে আসছে মেটা। মেসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার আসছে উন্নত এইচডি ভিডিও কল, বিশেষ ব্যাকগ্রাউন্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড এবং আরও অনেক নতুন ফিচার।

ফেসবুক মেসেঞ্জারের নতুন বৈশিষ্ট্যসমূহ-

১. এইচডি ভিডিও কল ফিচার: ফেসবুক মেসেঞ্জারে এবার থেকে এইচডি ভিডিও কলিং সুবিধা পাওয়া যাবে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা আরও স্পষ্ট এবং উচ্চ-মানের ভিডিও কলের অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন। বিশেষ করে কলের সময় অবাঞ্ছিত শব্দ দূর হয়ে কলের গুণমান আরও উন্নত হবে।

২. ওয়াই-ফাই এবং মোবাইল ডেটার জন্য ভিন্ন সেটিংস: ওয়াই-ফাই ব্যবহারকারীদের জন্য ডিফল্টরূপে এইচডি ভিডিও কল চালু থাকবে। তবে মোবাইল ডেটা ব্যবহার করে কল করার সময় এইচডি অপশনটি ম্যানুয়ালি চালু করতে হবে। এছাড়াও কল সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড শব্দ এবং ভয়েস আলাদা করার ফিচারটি চালু করা যাবে।

৩. অডিও বা ভিডিও বার্তা পাঠানোর সুবিধা: যদি আপনার বন্ধু ফোনের উত্তর না দেন, তাহলে আপনি একটি অডিও বা ভিডিও বার্তা রেকর্ড করে পাঠাতে পারবেন। এই ফিচার ব্যবহার করতে হলে অডিও এবং ভিডিও কলের জন্য রেকর্ড মেসেজ অপশনে ট্যাপ করতে হবে।

৪. কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড ফিচার: মেসেঞ্জারে শিগগিরই আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাকগ্রাউন্ড ফিচার। যা ব্যবহারকারীদের ভিডিও কলিং অভিজ্ঞতা আরও উন্নত করবে। বিভিন্ন চমৎকার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে আপনি আপনার কলকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।

ফেসবুক মেসেঞ্জারের এই পরিবর্তনের প্রভাব

নতুন এই ফিচারগুলো শুধু ফেসবুক ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে উন্নত করবে না, বরং এটি মেসেঞ্জার অ্যাপকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। ব্যবহারকারীদের জন্য যোগাযোগ আরও সহজ, দ্রুত এবং আনন্দদায়ক হবে। মেটার এই উদ্যোগ ব্যবহারকারীদের একটি নতুন এবং উন্নত অভিজ্ঞতা প্রদান করবে। এইচডি ভিডিও কল, কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার, এবং অন্যান্য সুবিধাগুলো ফেসবুক মেসেঞ্জারকে ভবিষ্যতের জন্য আরও প্রস্তুত করে তুলবে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বরগুনায় সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগর ও নদীতে জাটকা ইলিশ শিকার শিরোনাম তেহরানে শাহবাজ শরিফ-আয়াতুল্লাহ খামেনির বৈঠক শিরোনাম নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত শিরোনাম এআই'র কারণে বিলুপ্ত হবে কিছু চাকরি শিরোনাম গরমে তালশাঁস খাওয়ার উপকারিতা জেনে নিন শিরোনাম বুধবার থেকে শিল্প খাত পাবে বাড়তি ১৫ কোটি ঘনফুট গ্যাস