৭ দিন বন্ধের পর প্রাণ ফিরে পেল বাংলাবান্ধা স্থলবন্দর
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সাত দিন বন্ধের পর বাংলাবান্ধা স্থলবন্দরে খুলেছে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম।
শুক্রবার বিকেলে স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। শনিবার থেকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন ভারপ্রাপ্ত ওসি অমৃত অধিকারী জানান, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্টে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
সম্পাদক ও প্রকাশক
কালের সময় মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ news@kalersomoy.news || বিজ্ঞাপণঃ ads@kalersomoy.news
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || kalersomoy.news